রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং সিন্ডিকেট ভাঙতে রমজানের প্রথমদিনে নেত্রকোনায় বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। রবিবার দুপুরে জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বাজার কর্মকর্তাদের নিয়ে শহরের বাজারগুলোতে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন।
বাজার তদারকিতে শহরের ছোট বাজার এলাকায় মেছুয়া বাজার, কাঁচা বাজার, তেলের গোডাউনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং করেন তারা। কোনো ধরনের সিন্ডিকেট না করতে প্রথম দিনে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এসময় ভোক্তাদের হয়রানি করার খবর পেলেই কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।
পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশে ইফতারসহ খাবার পরিবেশন এবং বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে মানবিক মূল্যবোধ তৈরি করে ব্যবসা করার বিষয়টিও উল্লেখ করেন তারা।
বিডি প্রতিদিন/এমআই