দিনাজপুরে আগামীকাল বৃহস্পতিবার গণতন্ত্র উৎসব উদযাপন হবে। দিনব্যাপী গণতন্ত্র উৎসবে থাকছে যুবদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভিন্ন সংগঠন ও যুবদের স্টল, যুবদের উদ্যোগে পরিবেশিত হবে নাটক ‘দিন বদলের কিচ্ছা’, যুবদের গান, কুইজ, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্ত আলোচনা, মক ভোটিং, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বশেষ ব্যান্ড মিউজিক।
গণতন্ত্র উৎসবে উপস্থিত থাকবেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য, যুব ফোরামের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, নাগরিক সমাজ, শিক্ষক, পেশাজীবী, ছাত্র-ছাত্রী, মানবাধিকার কর্মী এবং এনজিও প্রতিনিধিসহ প্রমুখ।
এই গণতন্ত্র উৎসব উদযাপনের লক্ষ্যে নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরামের উদ্যোগে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় ডেমোক্রেসিওয়াচের আস্থা প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডেমোক্রেসিওয়াচের প্রোগ্রামার গোলাম নুরনবী যুগল।
এসময় তিনি বলেন, ডেমোক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার গোর-এ শহীদ ঈদগাহ মাঠ, দিনাজপুরে এক গণতন্ত্র উৎসবের আয়োজন করেছে। এই গণতন্ত্র উৎসবের উদ্দেশ্য হচ্ছে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা, অহিংস সমাজ গঠন ও গণতন্ত্র চর্চার বিষয়বস্তুকে কেন্দ্র করে একটি সচেতনতা ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে যুব-তরুণদের ও পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সংবেদনশীল করা এবং পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ডেমোক্রেসিওয়াচের রংপুর ক্লাস্টার সমন্বয়কারী রেফায়েত আরা, দিনাজপুর জেলা সমন্বয়কারী মো. কামরুজ্জামান, জেলা নাগরিক প্ল্যাটফর্মের যুগ্ম আহ্বায়ক তারিকুজ্জামান তারেক প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই