ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মাদক, দুই নাবালিকা ও এক দালালসহ ২০ জনকে আটক করেছে বিজিবি।
বিজিবির একটি সূত্র জানায়, সীমান্ত এলাকার যাদবপুর গ্রাম থেকে মঙ্গলবার বিকেলে দুই নাবালিকাকে ভারতে পাচারের সময় এক দালালকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত দালাল হলেন মহেশপুরের পিপুলবাড়িয়া গ্রামের মূলক চাঁদের ছেলে শরিফুল ইসলাম। বিজিবি তাকে থানায় হস্তান্তর করেছে।
অন্যদিকে, ৫৮ বিজিবির টহলদল পলিয়ানপুর, কুসুমপুর ও বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১৭ বাংলাদেশিকে আটক করে।
এছাড়া, মঙ্গলবার বিজিবির সীমান্ত টহলের সময় মহেশপুরের নতুনপাড়া, গয়েসপুর ও মাধবখালী সীমান্ত থেকে ১৫৭ বোতল ভারতীয় মদ এবং ১২৪ বোতল ভারতীয় ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক