নানা অনিয়মের অভিযোগে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের বর্তমান কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ২৩ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ সাক্ষরিত চিঠিতে বলা হয়, ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর জবাবে গ্রুপের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি সন্তোষজনক জবাব দিতে পারেননি।
যেহেতু আনিত অভিযোগের বিষয়ে সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় ২০২৪-২০২৬ মেয়াদী কার্যনির্বাহী পরিষদের বৈধতা নেই। যেহেতু গ্রুপের বর্তমান কার্যনির্বাহী কমিটি তাদের সার্বিক কার্যক্রমে সাধারণ সদস্যদের সাথে সমন্বয় করে সম্পাদন করতে পারছে না। যেহেতু, গ্রুপের চলমান অস্থিরতা ও অসন্তোষের কারনে ফরিদপুর জেলা বাস মালিকদের মধ্যে বর্তমান কার্যনির্বাহী কমিটি কার্যকরী ভুমিকা রাখতে পারছে না এবং সমন্বয়হীনতার কারণে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ (১) অনুযায়ী ব্যবসা-শিল্প, বাণিজ্য ও সেবাখাতের স্বার্থে সংগঠনটির সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না মর্মে প্রতিয়মান হয়। সেহেতু বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফরিদপুরকে ‘ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপ’ এর প্রশাসক হিসাবে নিয়োগ করা হলো। তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।
বিডি প্রতিদিন/হিমেল