চাঁদপুর শহরের রেলওয়ে ক্লাব রোড এলাকায় মাদক কারবারি মো. মিলনের (৩০) বাসা থেকে যৌথবাহিনী ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে নেতৃত্বদানকারী চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফট্যানেন্ট জাবিদ হাসান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি মিলনের রেলওয়ে ক্লাব রোড বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে তার বাসা থেকে ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ফেন্সিডিল চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, লঞ্চঘাট রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন জায়গায় রাতভর মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। মাদকমুক্ত চাঁদপুর গড়ার লক্ষ্যে গত এক মাসে প্রতিনিয়ত আর্মি ক্যাম্প থেকে অপারেশন পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন তথ্য সংগ্রহ চলমান রয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/জামশেদ