যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। সোমবার দিবাগত রাত থেকেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় খনিতে। এতে মঙ্গলবার সকাল থেকেই উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
তবে খনিতে পাথর উত্তোলন শুরু করতে প্রকৌশলীরা কাজ শুরু করেছেন। দ্রুত পুনরায় উৎপাদন চালু করতে তাগাদা দিয়েছেন কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী ডি এম জোবায়েদ হোসেন জানান, মঙ্গলবার সকালে প্রথম শিফট (সকাল ৭টা) থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। তবে খনি থেকে পাথর উত্তোলন চালু করতে ইতোমধ্যেই প্রকৌশলীরা কাজ শুরু করেছেন এবং যত দ্রুত সম্ভব চালুর চেষ্টা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত