ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অধীনস্থ তারাকান্দা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করে ঘোষণা করা হয়েছে। দীর্ঘ প্রায় সোয়া দুই বছর পর কমিটি ঘোষণা করা হলো।
সোমবার দুপুরে কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন উত্তর জেলা বিএনপি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য আব্দুস সাত্তার ভূইয়া।
তারাকান্দা উপজেলার ৯৯ সদস্য বিশিষ্ট বিএনপির নবগঠিত কমিটিতে সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন তালুকদারকে আহ্বায়ক ও আব্দুস সালাম তালুকদারকে সদস্য সচিব করা হয়।
গতকাল রবিবার নবগঠিত কমিটিতে স্বাক্ষর করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
সূত্র জানায়, ২০২২ সালের শেষ দিকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অধীনস্থ সাতটি উপজেলা এবং পাঁচটি পৌরসভার কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সম্মেলন করে কমিটি বিলুপ্ত করা হয়।
বিডি প্রতিদিন/এমআই