বরিশালের সন্ধ্যা নদীর খেয়া পারাপারের ট্রলারসহ নিখোঁজ মাঝির সন্ধানে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার সোমবার সকাল ১০ টায় বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদি বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রায় দুই হাজার এলাকাবাসী অংশ নেয়। অবরোধে মহাসড়কের দুই প্রান্তে হাজারো যানবাহন আটকরা পড়ে। খবর পেয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ও সহকারী পুলিশ ইকরামুল আহাদ এসে তাদের আশ্বাস দেয়। তখন মহাসড়ক থেকে সরে গিয়ে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয় মানববন্ধনকারীরা। এ সময়ের মধ্যে তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা।
সন্ধ্যা নদীর বাবুগঞ্জের রাহুতকাঠি ও উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর খেয়াঘাটে ট্রলারে যাত্রী পারাপারের কাজ করতেন মাঝি মাহবুব হাওলাদার। তিনি গত ৩১ জানুয়ারি রাত ১০টার দিকে অজ্ঞাত ৮-১০ জন তরুণকে নিয়ে বাবুগঞ্জের রাহুতকাঠি থেকে উজিরপুরের শিকারপুর বন্দরে উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার কোন সন্ধান নেই।
নিখোঁজ মাহবুব হাওলাদার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম মুন্ডপাশা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে।
তার ভাই জামাল হোসেন বলেন, ৪০ বছর ধরে তিনি ট্রলারে দুই উপজেলার মানুষ পারাপার করতেন। ১১ দিন পর্যন্ত তাকে খুঁজে পাচ্ছি না। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
ভাইকে খুঁজে না পাওয়ায় গত ৫ ফেব্রুয়ারি থেকে খেয়াঘাট দিয়ে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। তার সন্ধান না পাওয়া পর্যন্ত খেয়াঘাট দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকবে।
বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, বাবুগঞ্জ ও উজিরপুর থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।
বিডি প্রতিদিন/জামশেদ