সুনামগঞ্জে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি করেছে ইসলামি ছাত্রশিবির। বৃহস্পতিবার দুপুরে শহরের কাজির পয়েন্ট থেকে শহরে একটি র্যালি বের করেন নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এক সমাবেশ করা হয়।
ছাত্রশিবিরের জেলা সভাপতি মেহেদি হাসান তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক শিবির নেতা আব্দুস সাত্তার মামুন, শিবির নেতা আবু সুফিয়ান ত্বোহা, আব্দুল মোমিন, রাখাব আহমদ শিশির, ইয়াকুব আলি, ক্বারী সুলতান আহমদ প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত