মাদারীপুরে আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক হাওলাদারের দাফন সম্পন্ন হয়েছে। সদর উপজেলার পাঁচখোলা গ্রামের পঞ্চায়েত বাড়ি নিবাসী বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক হাওলাদার মঙ্গলবার রাত ১১ টার দিকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহ...রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও স্ত্রীসহ অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন। তিনি ১৯৭১ সালের সম্মুখ সারির মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর মৃতুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।
বিডি প্রতিদিন/জামশেদ