সাংগঠনিক কার্যক্রম গতিশীল না থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ভাঙ্গা উপজেলা ও পৌর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ফরিদপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ মো. শহিদুল ইসলাম ও সদস্য সচিব মো. মুরাদ হোসেন স্বাক্ষরিত পত্রে উল্লেখ করেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ফরিদপুর জেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ভাঙ্গা উপজেলা ও পৌর শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল না থাকায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।’
কৃষক দল ফরিদপুর জেলা কমিটির সদস্য সচিব মো. মুরাদ হোসেন এ সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/জামশেদ