নবগঠিত নোয়াখালী জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে সোমবার বিকেলে আনন্দ মিছিল করেছে হাতিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় হাতিয়া বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তানভীর আহম্মেদ জানান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ ও জেলা যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া সহ ৫জন সদস্য বিশিষ্ট কমিটিকে অভিনন্দন জানিয়ে এই আনন্দ মিছিল করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ