নাটোর জেলা বিএনপির ঘোষিত ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি সংশোধনের দাবিতে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিতরা।
দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির পদবঞ্চিত নেতারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালি এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
মিছিলে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও সাবেক সদস্য শহীদুল্লাহ সোহেল প্রমুখ। এসময় বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামী লীগের জুলুম, নির্যাতন, হামলা মামলার শিকার হয়েও অনেকের আহ্বায়ক কমিটিতে স্থান হয়নি। আবার দলের দুঃসময়ে না থেকেও অনেকে পদ পেয়েছে। যা দলের জন্য ক্ষতিকর। তাই বর্তমান আংশিক কমিটি সংশোধন করে দলের দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করতে হবে।
ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ডিউক দীর্ঘদিন থেকে দলের বহিষ্কৃত এবং সদস্য আবুল কাশেম কখনো বিএনপি করেনি উল্টো গত তিন সংসদ নির্বাচনে বিএনপির বিরুদ্ধে ও নৌকার পক্ষে কাজ করেছে। এদের বাদ দিয়ে কমিটিতে ত্যাগী নেতাদের স্থান দিতে হবে। রবিবার নাটোর জেলা বিএনপির ১৬ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপি।
কমিটিতে রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই বিভিন্ন পদে অনিয়ম ও ত্যাগী মূল্যায়ন না করার অভিযোগে ফুঁসে উঠেন পদবঞ্চিত নেতারা।
বিডি প্রতিদিন/আরাফাত