নদীর ওপরে নির্মিত একটি সেতু গত দুই বছর আগে সামনের অংশ দেবে যাওয়ার পরেও ঝুঁকিতে চলাচল করছে দিনাজপুরের বীরগঞ্জের নিজপাড়া ইউপির হাজারো মানুষ। ঝুঁকির মধ্যে চলাচল করা গেলেও কৃষকসহ ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে যেতে পারছে না। ভেঙ্গে পড়ার ভয়ে বড় যানবাহন নিয়ে পারাপার হতে পারছে না। বিকল্প রাস্তায় চলাচলে পণ্য আনা-নেয়ায় সময় এবং খরচ বেশি হওয়ায় সেতুটির পুনর্নিমাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সেতুটির দুই পার্শে এখনো কাচা রাস্তা রয়েছে। ফলে বর্ষার সময় এ অঞ্চলের মানুষ দুর্ভোগের শিকার হন বেশি। তাই বর্ষা মৌসুমে সেই দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের ঢেপা নদীর উপর দেবিপুর-বলরামপুর সড়কের সেতু দেবে যাওয়ার কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় ফরহাদ হোসেন, রেজাউল ইসলামসহ কয়েকজন জানান, এই সেতুটি দেবে যাওয়ায় ঝুঁকিতে মানুষ চলাচল করলেও ভেঙ্গে যাওয়ার আশঙ্কায় পণ্য পরিবহনের সময় যানবাহন নিয়ে চলাচল করে না। আসছে বর্ষায় সেতুটির পার্শ্বের মাটি সরে গিয়ে ক্ষতির সম্ভাবনা রয়েছে।
বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান জানান, নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের দেবিপুর-বলরামপুর সড়কের সেতুটি গত দুই বছর আগে দেবে যাওয়ার কারণে সাধার মানুষের দুর্ভোগ চরমে। কারণ ওই সেতুর উপর দিয়ে পণ্য পরিবহনের যানবাহন চলাচল করে না। ঝুঁকিতে মানুষ চলাচল করে। এই সেতুটির সংস্কারের ব্যাপারে বার বার সংশ্লিষ্ট বিভাগে জানানো হয়েছে। তারা আশ্বাস দিয়েছে এই পর্যন্তই।
বিডি প্রতিদিন/জামশেদ