ফেনীতে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে ফেনী পৌরসভা।
আজ শনিবার (০১ ফেরুয়ারি) শহরের একটি রেস্টুরেন্টে এ কর্মশালায় সভাপতিত্ব করেন ফেনী পৌর প্রশাসক গোলাম মো. বাতেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, পরিবর্তন ও সংস্কারের যে বিষয়ে কথা বলা হচ্ছে এক্ষেত্রে সর্বপ্রথম যার যার অবস্থান থেকে নিজেকে আগে আত্মশুদ্ধি করতে হবে। আমাদের তারুণ্যের স্পিরিটকে ধরে রাখার জন্য একতার প্রয়োজন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি সিদ্দিক আল মামুন, নয়া দিগন্তের ফেনী প্রতিনিধি শাহাদাত হোসেন, স্টার লাইন গ্রুফের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা এ পৃথিবী বদলে দেবে। এ দেশ বদলে দেবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পাশাপাশি সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয় কর্মশালা থেকে।
কর্মশালায় পৌরসভার সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের নিয়ে মোট ১০টি দলে ভাগ করা হয়। এছাড়া কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ