কৃষি ও বসতবাড়ি রক্ষা কমিটি এবং জীবন ও বসতভিটা রক্ষা কমিটির উদ্যোগে দিনাজপুরের বড়পুকুরিয়া খনি এলাকায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে প্রতিবাদ সভা করেছে গ্রামবাসী।
মঙ্গলবার বিকেল ৪টায় পার্বতীপুরের হামিদপুর ইউনিয়নের চৌহাটি, বাঁশপুকুর, কাজীপাড়ার মধ্যবর্তী স্থানে পাঁচ দফা দাবিতে এই প্রতিবাদ সভা করা হয়।
দাবিগুলো হলো-ভূগর্ভে বিস্ফোরক ব্যবহারের কারণে সকল ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিগ্রস্ত এলাকার সকল রাস্তাঘাট মেরামত করতে হবে, ক্ষতিগ্রস্ত এলাকার বেকার ছেলে-মেয়েদের যোগ্যতা অনুযায়ী চাকরি দিতে হবে, সিএসআর ফান্ড থেকে সুবিধা বঞ্চিত অসহায় মানুষসহ সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানকে আর্থিক সহযোগিতা করতে হবে ও ক্ষতিগ্রস্ত সকল এলাকায় সুপেয় পানির সমস্যা সমাধান করতে হবে।
প্রতিবাদ সভায় এনামুল হক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এস এম নুরুজ্জামান জামান। বক্তব্য রাখেন কৃষি ও বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি মাহামুদুন্নবী সোহান, কমিটির সহসভাপতি মাহামুদুন্নবী মিলন, সাধারণ সম্পাদক সালমান মাহামুদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হানিফ এবং জীবন ও বসতভিটা রক্ষা কমিটির সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আমিনুল হক, সহ-সাধারণ সম্পাদক এসএম তানজিদ আলী, সহ-সাধারণ সম্পাদক হাসেম আলী প্রমুখ। ক্ষতিগ্রস্ত ৩টি গ্রামের প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই