উৎসবমুখর পরিবেশে নড়াইল পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন উপলক্ষে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।
নড়াইল পৌর কমিটির সভাপতি পদে মো. তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক পদে খন্দকার ফশিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে মো. এবাদত মিনা নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আ্যাডভোকেট গোলাম মোহাম্মদ নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নড়াইল পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট কাউন্সিলর ছিলেন (ভোটার সংখ্যা) ৬৩৯ জন। ৬২৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রদান করেন। ভোট পর্যবেক্ষণ করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।
বিডি প্রতিদিন/এমআই