ফেনী পৌর বিএনপির উদ্যোগে বুধবার বিকেলে সহদেবপুর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে কম্বল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম মামুন, সাধারণ সম্পাদক আবুল হাসনাত শিমুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক উল্লাহ মুরাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রবিউল হক ফরহাদ, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৭ জানুয়ারি রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফেনী পৌর এলাকার সহদেবপুর কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এমআই