সুনামগঞ্জে ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে জেলা কৃষক দল।
বৃহস্পতিবার দুপুরে শহরের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আ ত ম মিসবাহ, নজরুল ইসলাম, নাসিম উদ্দিন লালা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফুল মিয়া, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কৃষক দল নেতা আকুল আলী, ফরিদ আহমদ, লুৎফুর রহমান, আতিকুর রহমান, অজিত দাশ প্রমুখ।
এছাড়া জেলা কৃষক দলের ১৬টি ইউনিটের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/একেএ