কুড়িগ্রামে সীমান্তে বিজিবির অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে সাত দিনে বিপুল পরিমাণ মাদক জব্দ হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলেন- ভূরুঙ্গামারীর মমিনুল ইসলাম ও কামাত আঙ্গারীয়ার হুমায়ুন কবির। উদ্ধার মাদক ও মালামালের মূল্য প্রায় ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক।