গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের আজিম বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলো- টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের গজালিয়া গ্রামের তাহিন শেখ (২৬) ও গিমাডাঙ্গা গ্রামের মোক্তার হামিম শেখ (২৩)।
এদের মধ্যে তাহিনের বিরুদ্ধে ১৫টি এবং হামিমের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।
চু?ঙ্গিপাড়া থানার ও??সি খোরশেদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প?তিবার রাতে গিমাডাঙ্গা আজিম বাজার এলাকার নিয়ামুলের বাড়িতে অভিযান চালিয়ে তাহিন ও হামিমকে গ্রেপ্তার করা হয়। গতকাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।