গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গাজীপুর জেলার ১২ শহীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। গতকাল জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে শহীদ পরিবারের প্রতিনিধিদের হাতে এক লাখ টাকা করে ১২ লাখ টাকার চেক তুলে দেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। এ সময় তিনি শহীদদের পিতা-মাতা, স্ত্রী-সন্তান ও স্বজনদের সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন। তাদের প্রতি জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।