স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার রাতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে অব্যাহতি প্রদান করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। স্বেচ্ছাসেবক দলের সহদপ্তর সম্পাদক ওসমান গনির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।