ঠাকুরগাঁও সদর উপজেলায় দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল চুরির সময় ধরা পড়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের রাজাপুকুর বাজারে ট্রাকসহ স্থানীয়রা তাকে আটক করে। আটক আমিনুল ইসলাম উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তিনি পশ্চিম বেগুনবাড়ি গ্রামের পাথারুর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে দরিদ্র ও দুস্থদের জন্য বরাদ্দ করা সরকারি চাল গভীর রাতে ট্রাক্টরে করে সরিয়ে নিচ্ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুলসহ বেশ কয়েকজন। এ সময় নাইটগার্ডসহ স্থানীয়দেরকে দেখে তারা পালিয়ে যান। পরে তারা ট্রাক্টরভর্তি চালসহ আমিনুলকে আটক করে পুলিশে দেন। সদরের ইউএনও খাইরুল ইসলাম জানান, সরকারি চাল চুরির ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়।