গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। হাজী আমছর আলী সরকার ফুরকানিয়া মাদরাসা মাঠে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকারের উদ্যোগে গতকাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
এদিকে নারায়ণগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৫ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা উপহার দেওয়া হয়েছে। শহরের মাসদাইর এলাকায় মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এই ঈদ উপহার বিতরণ করেন। ঈদে নতুন জামা পেয়ে আনন্দিত শিশুরা।