চাঁদপুর শহরে এক তরুণী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ওই তরুণীর মামা ও মামিকে আটক করেছে। বৃহস্পতিবার বিকালে ওই তরুণীকে উদ্ধার করা হয়। আটকরা হলেন- রুবেল মোল্লা ও রোকেয়া বেগম। রুবেল ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। নির্যাতনের শিকার তরুণীর বাড়ি সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে। কলেজশিক্ষার্থী মোরশেদ আলম ও ফরহাদ হোসেন জানান, রাস্তার পাশে ২০ বছরের ওই তরুণীকে কান্না করতে দেখে তারা কারণ জিজ্ঞাসা করেন। উত্তরে তরুণী জানান, মামার বাসা থেকে পালিয়ে এসেছেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে এএসআই কাউসার ওই তরুণীকে উদ্ধার এবং রুবেল মোল্লা ও রোকেয়াকে আটক করেন।
নির্যাতনের শিকার তরুণী বলেন, ছয় মাস আগে মামাতো ভাই-বোনকে দেখাশোনার জন্য তাকে আনা হয়। বাড়িতে কাজ করার সময় মামি কারণে-অকারণে মারধর করতেন। মামি আমাকে পুতা, খুন্তি ও দা দিয়ে মেরে রক্তাক্ত জখম করেন। চার মাস ধরে এভাবে মারধর করে চলছেন। মামা কয়েকবার ওষুধ এনে দিয়েছেন, কিন্তু জখম ভালো হয়নি। ঘটনার দিন নির্যাতন সইতে না পেরে তিনি বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, খবর পেয়ে গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।