জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা কমিটি বিলুপ্ত করাসহ বিগত সরকারের নিগৃহীত সৎ ও দক্ষ কর্মকর্তাদের পদায়নের দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত বিসিএস অফিসার্স ফোরাম। গতকাল ফোরামের সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ আবদুল কাইয়ূম ও মহাসচিব সাবেক সচিব ড. মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে অবসরপ্রাপ্ত বিসিএস অফিসার্স ফোরাম জানায়, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে জনপ্রশাসনে পদায়ন ও পদোন্নতিতে জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা কমিটির জুলাই আকাক্সক্ষাবিরোধী এবং পক্ষপাতমূলক পদক্ষেপের বিষয়ে যে বিস্তারিত ও তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয়েছে- তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, উপদেষ্টা কমিটি বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীদের সুপরিকল্পিতভাবে সুরক্ষা দিচ্ছে এবং বঞ্চিত কর্মকর্তাদের যথাযথ মূল্যায়ন করছে না। জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা কমিটি বিগত ফ্যাসিস্ট সরকারের কর্মকর্তাদের সুরক্ষাসহ সচিব পদে পদোন্নতি ও পদায়ন করছে। জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা কমিটি এসব কর্মকর্তাদের ন্যূনতম রদবদল পর্যন্ত করেনি। সাতক্ষীরায় জেলা প্রশাসক থাকাকালে জঙ্গিবাদ দমনের নামে অনেক মানুষ হত্যাকারী এবং শেয়ারবাজার লুণ্ঠনকারী বিগত সরকারের নিয়োগপ্রাপ্তদেরও সচিব হিসেবে সংশ্লিষ্ট উপদেষ্টারা সুরক্ষা দিচ্ছেন। অবসরপ্রাপ্ত বিসিএস অফিসার্স ফোরাম জানায়, প্রশাসনের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কতিপয় শীর্ষ কর্মকর্তা তাদের চুক্তি রক্ষার জন্য স্বার্থবাদী এবং উচ্চাভিলাষী উপদেষ্টাদের অন্যায় ও বিদ্বেষমূলক পদক্ষেপে সহায়তা দিচ্ছেন। এটাও শুনতে পাই যে উচ্চপর্যায়ের অনেকে পদে নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন হচ্ছে। এগুলো অত্যন্ত হতাশাজনক, বিপজ্জনক এবং জুলাই বিপ্লবের আকাক্সক্ষাবিরোধী ঘটনা। শিক্ষা সচিব পদে বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী একজন কর্মকর্তাকে পদায়নের জন্য একজন উপদেষ্টা ও একজন উচ্চপর্যায়ের চুক্তিভিত্তিক কর্মকর্তা প্রচেষ্টা চালাচ্ছেন। ফোরামের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে এ ধরনের নিয়োগ না দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে গত এক বছরে ন্যূনতম কোনো সংস্কার জনপ্রশাসনে পরিলক্ষিত হয়নি। এসব বিষয়ে জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা কমিটিকে জবাবদিহির আওতায় আনার জন্য দাবি জানানো হচ্ছে। এসব বিষয়ে জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা কমিটিকে জবাবদিহির আওতায় আনার জন্য দাবি জানানো হচ্ছে।