সিলেটে যুবলীগ নেতা এম এ হান্নান ওরফে শুটার হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর টিলাগড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হান্নানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দুটি ও অন্য ঘটনায় আরও একটি মামলা রয়েছে।
প্রসঙ্গত, যুবলীগ নেতা এম এ হান্নান সিলেটে অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত। এমসি কলেজে ছাত্রলীগের হামলার সময় অস্ত্র হাতে তার ছবি ভাইরাল হয়েছিল।