চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় পেট্রলবোমা হামলায় দগ্ধ লায়লা বেগম (৫০) মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে রবিবার ভোরে লায়লা ও তার পরিবারের সদস্যদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমা ছুড়ে মারে একদল দুর্বৃত্ত।
লায়লা বেগমের স্বামী আব্বাস উদ্দিন জানিয়েছেন, ঘটনার পর অবস্থা সংকটাপন্ন হওয়ায় লায়লাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ঢাকায় নেওয়া হয়েছিল। সেখান থেকে বৃহস্পতিবার তাকে রাউজানের বাড়িতে নেওয়া হয়। সেখানে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। পরে রাতে তার মৃত্যু হয়।