বরিশাল কেন্দ্রীয় কারাগারে কারান্তরিন এক আওয়ামী লীগ নেতা আয়েশি জীবনযাপন করেন অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল গৌরনদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি গৌরনদী সরকারি কলেজ গেট থেকে শুরু করে ঢাকা বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে তারা শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেছে। সেখানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান স্বপন, বিএনপি নেতা জামাল উদ্দিন ফকির প্রমুখ।