সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় ইসলামী ঐক্যজোট। এ ক্ষেত্রে ডিসেম্বর থেকে জুনের মধ্যে খুব একটা ফারাক দেখছে না দলটি। গতকাল বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেন দলের নেতারা। পরে তারা একজন নির্বাচন কমিশনারের সঙ্গেও সাক্ষাৎ করেন। বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী। তিনি বলেন, গত ৫ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে আমাদের ইসলামী ঐক্যজোটের নতুন কমিটি গঠন হয়েছে। নতুন কমিটি গঠনের কারণ জানিয়ে কমিটি জমা দিয়েছি।
মুফতি সাখাওয়াত হোসেন রাজী বলেন, নির্বাচন বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে- যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। এটা জনদাবিতে পরিণত হয়েছে, যথাযথ সংস্কার না করা গেলে পেশিশক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। তিনি আরও বলেন, আমরা মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া সম্ভব, দেওয়া হোক। নির্বাচন হতে হবে। আমরা মনে করি, প্রকৃত সংস্কার বলতে যেটা বোঝায় নির্বাচিত সরকারই করবে। তবু নির্বাচিত হয়ে যারা আসবেন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হতে পারে এজন্য সংস্কার করতে হবে। সাখাওয়াত হোসেন রাজী বলেন, গত ১৬ বছর যত ধরনের আবর্জনা সৃষ্টি হয়েছে, সেগুলো দূর করতে হবে। তাহলে প্রকৃত নির্বাচন হবে। যারা ডিসেম্বর বলছেন, আমরা দেখছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলছেন, এটাতে তো খুব বেশি দেরি দেখছি না। জুন আর ডিসেম্বরের ব্যবধান খুব বেশি নয়। কাছাকাছি সময়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউন্সিলের মধ্য দিয়ে কমিটি যে পুনর্গঠন হয়েছে, সেটাই মূলত জানাতে এসেছি। ইসলামী ঐক্যজোটে এখন আর কোনো বিভক্তি নেই।