খুলনার ডুমুরিয়ায় ইঞ্জিন ভ্যানচালক মহিদুল শেখ মিলনকে (৩৮) হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন শরীফুল শেখ (৪৫), মো. রাফসান (২৪), মো. এনাম (২৩), মো. গফুর ফকির (৪৩) ও মঞ্জুরুল সরদার (৪২)। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যার ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আনাম এ তথ্য জানান। এর আগে গত ১৩ মার্চ ডুমুরিয়ার উত্তর গোবিন্দকাঠি এলাকা থেকে ভ্যানচালক মিলনের মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ১৩ মার্চ সন্ধ্যার পর রাফসান ও এনাম ডুমুরিয়ার আঠারো মাইল কাঁচা বাজার এলাকা থেকে ভিকটিম মহিদুল শেখ মিলনের ইঞ্জিনচালিত ভ্যান ভাড়া করে উত্তর গোবিন্দকাঠি ঈদগা মাঠে নিয়ে আসে। সেখানে আগে থেকে শরীফুল ও মঞ্জুরুল অবস্থান করছিল। পরবর্তী সময়ে তারা চারজন মিলে ভিকটিম মিলনকে ভদ্রা নদীর পাশে বাগানের মধ্যে নিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ইঞ্জিন ভ্যানটি ২৪ হাজার টাকায় গফুর ফকিরের কাছে বিক্রি করে।
আসামিরা আদালতে ১৯ এপ্রিল রাতে কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দিতে এসব কথা জানান। হত্যার ঘটনায় ডুমুরিয়া থানায় মামলা হয়। ১৮ এপ্রিল পুলিশের দুটি দল চট্টগ্রাম, খুলনা ও যশোরে বিশেষ অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে।