জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতিকে নতুন বাংলাদেশ এনে দিয়ে ইতিহাসের অধ্যায়ে স্থান করে নিয়েছেন জুলাই অভ্যুত্থান ও মুক্তির এই লড়াইয়ের বীর সৈনিকরা। রক্তস্নাত জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এবারের অমর একুশে বইমেলায় প্রায় শতাধিক বই প্রকাশ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হলো- ঐতিহ্য প্রকাশিত অনুপম দেবাশীষ রায়ের ‘বিদ্রোহ থেকে বিপ্লব : নিরাপদ সড়ক আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থান’, আরমান আহমেদ সিদ্দিকীর ‘৩৬ জুলাই ২০২৪’, দেবাশিষ চক্রবর্তীর ‘রক্তাক্ত জুলাই’, ফরিদ উদ্দিন রনির ‘আত্মনিবেদন : চব্বিশের গণ অভ্যুত্থানে জীবন দিলেন যারা’, ফারজানা মাহবুবার ‘জুলাই বিপ্লব’, মঈন শেখের ‘জুলাইয়ের অশেষ পাখিরা’, মুসা আল হাফিজের অভ্যুত্থানের চিন্তাশিখা’, সাব্বির জাদিদের ‘একটি গোলাপের জন্য’ এবং আবু বকর সিদ্দিক প্রান্তর, ফারদীন ইফতেখার ও আরিফ রহমান সম্পাদিত ‘জুলাই বিপ্লবের কবিতা’, আদর্শ এনেছে আহম্মদ ফয়েজের ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’, মুক্তদেশ এনেছে এস এম মাসুদ রানার ‘মানচিত্রের কান্না’ ও প্রফেসর গোলাম কিবরিয়ার ‘জুলাই বিপ্লব ২০২৪’, আকাশ প্রকাশনী এনেছে খন্দকার মাশরুকুর রহমান সাইমের ‘রক্তক্ষয়ী কোটা ২০২৪’, বিদ্যাপ্রকাশ এনেছে সায়ন্থ সাখাওয়াৎ-এর ‘জুলাই গণ অভ্যুত্থান ও জেল জীবন’, আলোর ঠিকানা এনেছে আমিরুল মোমেনীন মানিকের ‘গুমরাজ্যে গোলাপের ঘ্রাণ’, এবং রাকিবুল এহছান মিনারের ‘বোধের অভ্যুত্থান’ ও আরিফ হোসেন সবুজের ‘বাকশাল থেকে স্বৈরাচার’ শীর্ষক দুটি কাব্যগ্রন্থ, দি রয়েল পাবলিশার্স এনেছে আহমদ মতিউর রহমানের ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪’; ‘আমি বিজয় দেখেছি-৩৬ জুলাই’ ও ‘দেশ কাঁপানো ২৩ দিন’, বাতিঘর প্রকাশনী এনেছে মোহাম্মদ নাজিম উদ্দিন সম্পাদিত ১০ জন লেখকের ১৫টি গল্পের বই ‘জুলাইর গল্প’ ও ‘লাল বসন্তের দিনলিপি’, ‘মিজান পাবলিশার্স এনেছে মো. শাহ্ আলমের ‘হৃদয়ে জুলাই ৩৬, ঘাসফুল এনেছে ‘গুলি ও গাদ্দার’, ‘মাস্তুলের ঝড়’ ও ‘দোয়েল পাখি’, জ্ঞানকোষ এনেছে ‘ট্রেন টু ঢাকা’ সংস্কৃতি প্রকাশন এনেছে লেখক, গবেষক, ইতিহাসবিদ বদরুদ্দীন উমরের ‘বাঙলাদেশে জুলাই এর গণঅভ্যুত্থান’ ইত্যাদি। বিভিন্ন প্রকাশনা সংস্থা ঘুরে দেখা যায় জুলাই অভ্যুত্থানের বইগুলোর প্রতি পাঠকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। জুলাই অভ্যুত্থান নিয়ে বই প্রকাশ করা প্রকাশকরা জানান, তরুণ প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানের বইগুলো ব্যাপক সমাদৃত হয়েছে।
মোড়ক উন্মোচন মঞ্চে মেগাস্টার উজ্জল : গতকাল রুবিনা আলমগীরের উপন্যাস ‘দীর্ঘশ্বাস’-এর মোড়ক উন্মোচন করেন কিংবদন্তি চলচ্চিত্রাভিনেতা মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল। আজ বইমেলায় আসছে সাংবাদিক আহমদ সেলিম রেজার কাব্যগ্রন্থ ‘না, যাবো না’। বইউদ্যান প্রকাশিত গ্রন্থটি পাওয়া যাবে বইমেলার ২৬২ নম্বর স্টলে। অশেষ পাখিরা’, মুসা আল হাফিজের অভ্যুত্থানের চিন্তাশিখা’, সাব্বির জাদিদের ‘একটি গোলাপের জন্য’ এবং আবু বকর সিদ্দিক প্রান্তর, ফারদীন ইফতেখার ও আরিফ রহমান সম্পাদিত ‘জুলাই বিপ্লবের কবিতা’, আদর্শ এনেছে আহম্মদ ফয়েজের ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’, মুক্তদেশ এনেছে এস এম মাসুদ রানার ‘মানচিত্রের কান্না’ ও প্রফেসর গোলাম কিবরিয়ার ‘জুলাই বিপ্লব ২০২৪’, আকাশ প্রকাশনী এনেছে খন্দকার মাশরুকুর রহমান সাইমের ‘রক্তক্ষয়ী কোটা ২০২৪’, বিদ্যাপ্রকাশ এনেছে সায়ন্থ সাখাওয়াৎ-এর ‘জুলাই গণ অভ্যুত্থান ও জেল জীবন’, আলোর ঠিকানা এনেছে আমিরুল মোমেনীন মানিকের ‘গুমরাজ্যে গোলাপের ঘ্রাণ’, এবং রাকিবুল এহছান মিনারের ‘বোধের অভ্যুত্থান’ ও আরিফ হোসেন সবুজের ‘বাকশাল থেকে স্বৈরাচার’ শীর্ষক দুটি কাব্যগ্রন্থ, দি রয়েল পাবলিশার্স এনেছে আহমদ মতিউর রহমানের ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪’; ‘আমি বিজয় দেখেছি-৩৬ জুলাই’ ও ‘দেশ কাঁপানো ২৩ দিন’, বাতিঘর প্রকাশনী এনেছে মোহাম্মদ নাজিম উদ্দিন সম্পাদিত ১০ জন লেখকের ১৫টি গল্পের বই ‘জুলাইর গল্প’ ও ‘লাল বসন্তের দিনলিপি’, ‘মিজান পাবলিশার্স এনেছে মো. শাহ্ আলমের ‘হৃদয়ে জুলাই ৩৬, ঘাসফুল এনেছে ‘গুলি ও গাদ্দার’, ‘মাস্তুলের ঝড়’ ও ‘দোয়েল পাখি’, জ্ঞানকোষ এনেছে ‘ট্রেন টু ঢাকা’ সংস্কৃতি প্রকাশন এনেছে লেখক, গবেষক, ইতিহাসবিদ বদরুদ্দীন উমরের ‘বাঙলাদেশে জুলাই এর গণঅভ্যুত্থান’ ইত্যাদি। বিভিন্ন প্রকাশনা সংস্থা ঘুরে দেখা যায় জুলাই অভ্যুত্থানের বইগুলোর প্রতি পাঠকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। জুলাই অভ্যুত্থান নিয়ে বই প্রকাশ করা প্রকাশকরা জানান, তরুণ প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানের বইগুলো ব্যাপক সমাদৃত হয়েছে।
মোড়ক উন্মোচন মঞ্চে মেগাস্টার উজ্জল : গতকাল অমর একুশে বইমেলার ২৬তম দিনে বইমেলায় এসেছিলেন কিংবদন্তি চলচ্চিত্রাভিনেতা মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকালে সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে রুবিনা আলমগীরের দ্বিতীয় উপন্যাস ‘দীর্ঘশ্বাস’ এর মোড়ক উন্মোচন করেন তিনি।
এ সময় চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল বলেন, রুবিনা আলমগীরের দীর্ঘশ্বাস উপন্যাসটি আমি পড়েছি। উপন্যাসটিতে লেখিকা মানুষের হৃদয়ের করুণ আর্তনাদ ও হাহাকার তুলে ধরেছেন। বর্তমান সময়ে চারিদিকে যে অস্থিরতা চলছে তা রুবিনা আলমগীরের লেখায় ফুটে উঠেছে।
আজ বইমেলায় আসছে সাংবাদিক আহমদ সেলিম রেজার কাব্যগ্রন্থ ‘না, যাবো না’। বইউদ্যান প্রকাশিত গ্রন্থটি পাওয়া যাবে বইমেলার ২৬২ নম্বর স্টলে।