বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর কমিটি পুনর্গঠন করা হয়েছে। শনিবার বিকালে জেলার ভূইঘর এলাকায় একটি মাদরাসায় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার মজলিসে শূরার অধিবেশনে এ কমিটি পুনর্গঠন করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর-সহ সভাপতি মাওলানা নুরে আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রশীদ আহমেদের পরিচালনায় মজলিসে শূরা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।
মজলিসে শূরার অধিবেশন শেষে মাওলানা মামুনুর রশীদকে সভাপতি, ডাক্তার আল আমিন রাকিবকে সাধারণ সম্পাদক, মুফতি দেলোয়ার আল হুসাইনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর কমিটি পুনর্গঠন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই