ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীতে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ১৫ জন ডাকাত, ২৪ জন পেশাদার ছিনতাইকারী, ৫ জন চাঁদাবাজ, ১২ জন চোর, ২৭ জন চিহ্নিত মাদক কারবারি, ৩০ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্র জানিয়েছে বৃহস্পতিবার রাত ১ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ৫৫০টি টহল টিম দায়িত্ব পালন করে।
অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ছয়টি চাকু, দুটি সুইচ গিয়ার, একটি দা, একটি চাপাতি, দুটি কুড়াল, তিনটি পাইপ, একটি মাইক্রোবাস, চারটি মোবাইল ফোন ও নগদ ৬২ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৩৭ কেজি ৬৪৫ গ্রাম গাজা, ২৩৮ পিস ইয়াবা ও ২০.২ গ্রাম হেরোইন। গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৪৯টি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করতে ডিএমপিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ৬৫টি পুলিশি চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। -বাসস
বিডি-প্রতিদিন/শআ