সারাদেশে অব্যাহত ধর্ষণ, যৌন নিপিড়ন ও নারীদের অবমাননার প্রতিবাদে দিনভর বরিশাল নগরীতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সংগঠনের উদ্যোগে সড়ক অবরোধ করে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, মশাল মিছিল ও মোমবাতি নিয়ে বিক্ষোভ করেন তারা।
সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে ধর্ষণ বিরোধী মঞ্চ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় সড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়েছে। সড়ক অবরোধের কারণে সড়কের দুই প্রান্তে যানবাহন আটকা পড়ে। কিছু সময় পর অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে মানববন্ধন করা হয়। সন্ধ্যায় অশ্বিনী কুমার হলের সামনে থেকে মশাল মিছিল বের করে ছাত্র ফেডারেশন। সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের বনমালী ছাত্রী নিবাসের উদ্যোগে নগরীতে মোমবাতি মিছিল করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল