নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিপুল পরিমাণ মাদক ও একটি পিকআপ ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে পিরোজপুর স্বরূপকাঠি তিতলপিঠা এলাকার হারুনুর রশিদের ছেলে সাইদুল ইসলাম (২৬) ও নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কামতাল মুছাপুর এলাকার মনির হোসেনের ছেলে জাকির হোসেন (২৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এ সময় পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/জামশেদ