গাজীপুরের শ্রীপুরে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে শ্রীপুর পৌর বিএনপি।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর নেতৃত্বে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলটি মাওনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ফ্লাইওভারের নিচে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি সাইফুল হক মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির সরকার, শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সজল, সাংগঠনিক সম্পাদক আহসান কবির, প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/জামশেদ