বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। তারা সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জামপুর ও পিরোজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, জামপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম ভূইয়া ও একই এলাকার মৎসলীগের সভাপতি মো. মিছির আলী।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারী বাংলাদেশ প্রতিদিনকে জানান, বুধবার রাতে উপজেলার পিরোজপুর ও জামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/জামশেদ