রাজধানীর খিলগাঁও বনশ্রী ত্রিমোহনী এলাকায় নির্মাণাধীন ৯ তালা ভবনের ছাদ থেকে নিচে পড়ে রাসেদ মিয়া (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বনশ্রী ত্রিমোহনী নির্মানাধীন ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বনশ্রী ত্রিমোহনী নির্মানাধীন নয় তালা ভবনে কাজ করার সময় অসতর্কতাবশত ছাদ থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান রাশেদ।
খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃত রাশেদ পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার আবু বক্কার সিদ্দিক বাহাদুরের ছেলে।
বর্তমান বনশ্রী রিং রোড ত্রিমোহনী এলাকায় থাকতেন।
বিডি প্রতিদিন/আরাফাত