বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ‘ল্যাবরেটরি ব্যবস্থাপনা ও পরিচালনায় সক্ষমতা তৈরি’ শিরোনামে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ক্রটিমুক্ত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক এ প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
অনুষ্ঠানে বশেমুরকৃবি’র চারজন সুদক্ষ প্রফেসর উপস্থিত ছিলেন। যারা এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে স্ব-স্ব বিষয়ে বক্তৃতা প্রদান করেন। যেখানে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন বশেমুরকৃবি’র সকল ল্যাব সহকারী, ল্যাব টেকনিশিয়ান এবং নমুনা সংগ্রাহক।
প্রশিক্ষণের শুরুতে ল্যাবরেটরি ব্যবস্থাপনার গুরুত্ব বিষয়ে উদ্বোধনী বক্তব্য দেন পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। পরে লাইব্রেরি ব্যবস্থাপনার মূলনীতির উপর লেকচার ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন প্রো-ভিসি ড. এম. ময়নুল হক। অন্যদিকে ল্যাবের প্রয়োজনীয় সরঞ্জামের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ বিষয়ে বক্তৃতা প্রদান করেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম।
ল্যাবরেটরির নিরাপত্তা প্রটোকল নিয়ে প্রশিক্ষণে লেকচার দেন ড. নাসরীন আক্তার আইভী। ড. আইভীর প্রশ্নোত্তর পর্বে অগ্নি, দুর্ঘটনার সম্ভাব্য কারণ ও প্রতিকারের বিষয়টি গুরুত্ব পায়। প্রশিক্ষণের শেষ পর্যায়ে প্রশিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, পরিচালক (ছাত্র-কল্যাণ) নমুনা সংগ্রহের নীতিগত প্রশিক্ষণ, লেভেলিং, স্টোরেজ ও নিষ্পত্তি বিষয়ে ধারণা প্রদান করেন। প্রশিক্ষণ সঞ্চালনা ও প্রোগ্রাম সমন্বয়কের দায়িত্ব পালন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।
প্রযুক্তিগত প্রশিক্ষণ, গুণগত মান নিয়ন্ত্রণ, ডেটা বিশ্লেষণসহ পরিচালনাগত দক্ষতা আনয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই