বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বরেণ্য কবি ও সিনিয়র সাংবাদিক কবি আবদুল হাই শিকদার দৈনিক যুগান্তরের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন সবুজ দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক হিসেবে নিয়োগ পাওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
মঙ্গলবার ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশের গণমাধ্যম কিছুটা হলেও তাদের বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। এমন অবস্থায় জাতীয় সংবাদ মাধ্যম দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ। আমরা প্রত্যাশা করি তার মতো একজন সিনিয়র সাংবাদিকের জ্ঞানের গভীরতায় দৈনিক দেশ রূপান্তর আরও সমৃদ্ধ হবে।
ইউট্যাবের নেতৃদ্বয় বলেন, এছাড়া দৈনিক যুগান্তরের সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক ও বরেণ্য কবি আবদুল হাই শিকদার। আমরা প্রত্যাশা করি কবি আবদুল হাই শিকদারের জ্ঞানের গভীরতায় আরও সমৃদ্ধ হবে দৈনিক যুগান্তর। তার দীর্ঘকালের সাংবাদিকতার অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে যুগান্তর আরও জনপ্রিয় এবং পাঠক প্রিয় হবে। একইসঙ্গে তিনি তার সুচিন্তিত মতামতের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবেন বলে আমরা দৃঢ় বিশ্বাস করি।
পরিশেষে নেতৃদ্বয় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসঙ্গে সুস্বাস্থ্য কামনা করেন।
বিডি প্রতিদিন/কেএ