চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিলেন প্রশিক্ষণ চলা অবস্থায় অব্যাহতি পাওয়া দুই শতাধিক এসআই।
আজ রবিবার সকালে সচিবালয়ের পশ্চিম পাশের গেটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় তাদের মধ্য থেকে ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে।
গত তিন মাসে চার দফায় এসব ব্যবস্থা নেওয়া হয়। সবশেষ ব্যবস্থা নেওয়া হয় গত ১ জানুয়ারি, সেদিন আটজনকে অব্যাহতি দেওয়া হয় প্রশিক্ষণ মাঠে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া মোস্তফা সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা চাকরি পুনর্বহাল চাই।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘সকাল ১০টার দিকে দুই-আড়াইশত অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর সচিবালয়ের উল্টোপার্শের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।’
বিডি প্রতিদিন/জুনাইদ