এন্ডোমেট্রিওসিস নারীদের জন্য একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা অনেকে অজ্ঞতাজনিত কারণে অবহেলা করেন। কিন্তু সময় এবং রোগের বাস্তবতায় এন্ডোমেট্রিওসিসকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তদুপরি নারীদের স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করাও এখন সময়ের দাবি। তাই এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ চিকিৎসা ব্যবস্থায় বাধাগুলো দূর করতে সহায়ক হবে।
বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এন্ডোমেট্রিওসিস সচেতনতা মাস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগ এবং ওজিএসবি চট্টগ্রাম শাখার যৌথ উদ্যেগে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এবারের সচেতনতা মাসের প্রতিপাদ্য বিষয় ‘নারীর ক্ষমতায়ন : এন্ডোমেট্রিওসিস যত্নে বাধা দূর করন’। সভার মূল উদ্দেশ্য নারীদের মধ্যে এন্ডোমেট্রিওসিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা ব্যবস্থার সকল বাধা দূর করার উপায় নিয়ে আলোচনা করা।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন চমেকের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন চমেকের উপাধ্যক্ষ প্রফেসর ডা. আবদুর রব, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন ও এন্ডোমেট্রিওসিস ও এডেনোমায়োসিস সোসাইটির জেনারেল সেক্রেটারি প্রফেসর ডা. সালেহা বেগম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন চমেক হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী। এন্ডোমেট্রিওসিস ও এডিনোমায়োসিস সোসাইটি বাংলাদেশের সভাপতি প্রফেসর সামিনা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওজিএসবি চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. কামরুন নেসা রুনা। প্রফেসর ডা. টি এ চৌধুরীর স্মরণে শোক প্রস্তাব রাখেন প্রফেসর ডা. শাহানারা চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওজিএসবি চট্টগ্রাম শাখার নির্বাহী সদস্য প্রফেসর ডা. রওশন মোরশেদ, প্রফেসর রোকেয়া বেগম, প্রফেসর শামীমা সিদ্দিকা রোজী ও জেনারেল সেক্রেটারি প্রফেসর শর্মিলা বড়ুয়া। সমাপনী বক্তব্য রাখেন চমেক হাসপাতালের গাইনি বিভাগের সহকারি অধ্যাপক ডা. ফাহমিদা রশিদ, সেমিনার সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সোয়েলা শাহনাজ।
বিডি প্রতিদিন/এএম