চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকায় চলন্ত বাসে এক নারী আইনজীবীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্টেশন রোডের ফলমণ্ডির সামনে ৬ নম্বর রুটের একটি বাসে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, ছিনতাইয়ের মৌখিক অভিযোগ পাওয়ার পর বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে।
ভুক্তভোগী শেফায়েতুন নেছা সোমা গণমাধ্যমকে জানান, ‘আমার বাড়ি কাটগড়। সেখান থেকে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে মেট্রো প্রভাতী বাসে করে টাইগারপাস নামি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ৬ নম্বর রুটের একটি বাসে উঠি। আমি চালকের ঠিক পেছনের সিটে বসেছিলাম। স্টেশন রোড ফলমণ্ডি এলাকায় ৬-৭ জন লোক বাসে উঠে সামনের দিকে ভিড় করে দাঁড়ায়। তারা আমাকে সরে বসতে বলে। এর মধ্যে একজন পেছন থেকে আমার গলার স্বর্ণের চেইন আচমকা টান দিয়ে বাস থেকে নেমে দৌড় দেয়।
‘আমি সঙ্গে সঙ্গে চোর-চোর বলে চিৎকার করলাম। কিন্তু বাস থেকে ওদের সঙ্গে থাকা অন্য লোকরা নামতে দেয়নি। এরপর একে একে সবাই বাস থেকে নেমে যায়। পুরো ঘটনায় বাসের চালক ও সহকারী নির্বিকার দর্শকের ভূমিকা পালন করেছে। এমনকি চালক বাসটি ধীর গতিতে চালাচ্ছিল যেন তারা পালানোর সুযোগ পায়। আমার মনে হয় চালক ও হেলপারও এ ঘটনার সঙ্গে জড়িত। আমি পুলিশকে বিস্তারিত জানিয়েছি এবং লিখিত অভিযোগ দেব।’
বিডি প্রতিদিন/আশিক