চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) লোগো পরিবর্তন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের ৬ মাস পর দলটির প্রতীক নৌকা চিহ্ন সরিয়ে সেখানে বসানো হয়েছে শাপলা। সোমবার সকাল ১০টার দিকে চসিকের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানা যায়।
এখন থেকে চসিকের নতুন লোগোতে শাপলা ফুল সম্বলিত ডিজাইন ব্যবহার করা হবে। তবে এখনো চসিকের উইকিপিডিয়ায় পুরোনো লোগোই রয়ে গেছে।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, নতুন মেয়র দায়িত্ব নেওয়ার পর লোগো পরিবর্তন করতে বলেছিলেন। তাই লোগো থেকে নৌকা বাদ দিয়ে জাতীয় ফুল শাপলা রাখা হয়েছে। সোমবার সকালে চসিকের ফেসবুক পেজ থেকে নতুন লোগোর ছবি আপলোড করা হয়েছে। তবে এখনও কিছু কিছু জায়গায় পুরোনো লোগো থেকে গেছে। দু’একদিনের মধ্যে সব জায়গা থেকে পুরোনো লোগো সরিয়ে নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি চসিকের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এ সময় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি করেছিলেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে ওই নির্বাচনে কারচুপির অভিযোগে ৯ জনকে বিবাদী করে মামলা করেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন। গত বছরের ১ অক্টোবর চট্টগ্রাম নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেনকে চসিকের মেয়র হিসেবে ঘোষণা করে রায় দিয়েছিলেন আদালত। এরপর গত বছরের ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ নেন শাহাদাত হোসেন।
বিডিপ্রতিদিন/কবিরুল