চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৩৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ নেত্রী ও ঘাতক দালাল নির্মূল কমিটির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা লিমা, আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর মোহাম্মদ, সদরঘাট হকার্স লীগের সভাপতি মো. মাসুম, পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন আশিক প্রমুখ।
সিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এসআই মো. ইমরান হোসেন জানান, বিগত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত