চট্টগ্রাম বন্দরে চালু হয়েছে অনলাইন গেট পাস পদ্ধতি। এর ফলে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে সময় কমে আসবে ও কমবে যানজট।
মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম মনিরুজ্জামান নতুন এ ব্যবস্থার উদ্বোধন করেন।
পণ্য আনা-নেওয়ার জন্য চট্টগ্রাম বন্দরে প্রতিদিন ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্রেইলারসহ ৭-৮ হাজার গাড়ি প্রবেশ করে। প্রতিটি গাড়িকে বন্দরে প্রবেশের ফি পরিশোধ করতে হয়। বন্দর গেটে এসে ম্যানুয়ালি এটি পরিশোধে সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট। নতুন নিয়মে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বন্দর গেটে আসার আগে যে কোনো স্থান থেকে প্রবেশ ফি পরিশোধ করতে পারবেন গাড়ি চালকরা। টাকা পরিশোধের কাগজপত্র দেখিয়ে ১ থেকে ২ মিনিটের মধ্যেই বন্দরে প্রবেশ করা যাবে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন গেট পাস চালু হওয়ায় দেশের প্রধান সমুদ্রবন্দর ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় এক ধাপ এগিয়ে গেল। এর ফলে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে সময় কমে আসবে, কমবে যানজট। পণ্য হ্যান্ডলিংয়ে বাড়বে গতি। টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) এর আওতায় এই অনলাইন গেট পাস পদ্ধতি চালু হয়েছে, যাতে কারিগরি সহায়তা দিচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠান।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বলেন, বন্দরে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে অনলাইন গেট পাস চালু হওয়ায় বন্দরের অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল হবে। জাহাজে কনটেইনার উঠা-নামা আরও দ্রত হবে। এই পদ্ধতি চালু হওয়ার ফলে পুরো পণ্য পরিবহন ব্যবস্থা আমরা মনিটরিং করতে পারছি।
বিডি-প্রতিদিন/বাজিত