চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় মাইক্রোবাসের দুই আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। আজ সোমবার সকাল পৌনে ৭টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা আনোয়ার হোসেন (৬২) নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি ঢাকার হাজারীবাগে থাকতেন। আরেক নিহত বিবি রহিমা (৫৬)। তারা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কক্সবাজার যাচ্ছিলেন। নিহত রহিমা বেগম সম্পর্কে আনোয়ার হোসেনের শ্যালিকা।
বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মমিন জানান, রবিবার রাতে ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। ঘন কুয়াশায় মাইক্রোবাসটি বেপরোয়া গতিতে চলার কারণে এই দুর্ঘটনা ঘটে। মহাসড়কের বাংলাবাজার এলাকায় মাইক্রোবাসটির সঙ্গে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ধাক্কা লাগে। এসময় মাইক্রোবাসে থাকা আনোয়ারের পরিবারের আরও ৫ সদস্য ও চালক আহত হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা আনোয়ারকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রহিমার মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে।
বিডি প্রতিদিন/মুসা