‘চব্বিশের রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হত্যাকাণ্ড পরিচালনাকারী শেখ হাসিনাসহ সকল হত্যাকারীদের ফাঁসি’র দাবিতে বিক্ষোভ সমাবেশ ও আমরণ অনশন করেছে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন।
আজ বৃহস্পতিবার নগরীর জামালখান চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বৈষমবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ, চট্টগ্রাম জেলা সমন্বয়ক জুবাইরুল আলম মানিক, রিদুয়ান সিদ্দিকী, তানভীর শরীফ, নাসির উদ্দীন, নীলা আফরোজসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘চব্বিশের রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হত্যাকাণ্ড পরিচালনাকারী খুনি হাসিনাসহ সকল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে আমরা আমরণ অনশনের ডাক দিয়েছি। আমরা স্পষ্ট করে বলতে চাই— পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা জুলাই আন্দোলনে আমাদের ভাই-বোনদের ওপর গুলি চালিয়েছে; তাদের বিচারের জন্য যতদিন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে না ততদিন পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। যে জন্য আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, মানবিক এবং বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করতে হবে।
বিডি প্রতিদিন/জামশেদ